প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ
জো বাইডেন রোববারের দিনটি কাটিয়েছেন ডেলোয়ার রাজ্যে উইলমিংগটনে নিজের বাড়িতে। প্রার্থনা করেছেন বাড়ির পাশের গির্জায়। এরপরই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হতে যাওয়া জো বাইডেন তার জীবনে বয়ে যাওয়া ক্ষত স্মরণ করে বাড়ির পাশের কবরস্থানে যান। সেখানে জো বাইডেন সড়ক দুর্ঘটনায় নিহত প্রথম স্ত্রী ও তার কন্যাকে স্মরণ করেন। একই কবরস্থানে শুয়ে আছেন জো বাইডেনের পুত্র বিউ বাইডেন। সেখানে এক শোকাবহ স্বামী, এক শোকাবহ পিতা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করেন। মার্কিন সংবাদ মধ্যম জো বাইডেনের জীবনের এ পর্বটি উল্লেখ করছে চরম সহানুভূতির সঙ্গে। ইউএস টুডে
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পাশেই আছেন ফার্স্ট লেডি মেনেলিয়া ট্রাম্প এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার। বার্তা সংস্থা সিএনএনের বরাত দিয়ে রোববার সকালেই ভিন্ন খবর বেরিয়েছিল। যে খবরে বলা হয়েছিল ফার্স্ট লেডি ও ট্রাম্প জামাতা দুজনই ট্রাম্পকে ফলাফল মেনে নেওয়ার জন্য বলছেন।
মেলেনিয়া ট্রাম্প রোববার বিকেলে এক টুইটবার্তায় বলেছেন, আমেরিকার জনগণ একটি সঠিক নির্বাচনের দাবিদার। প্রতিটি সঠিক ভোট গণনা করা উচিত এবং স্বচ্ছতার সঙ্গে আমেরিকার গণতন্ত্র সুরক্ষা করতে হবে বলে তিনি বলেন।
আমেরিকার সমাজের চরম বিভক্তির প্রকাশ ঘটেছে এবারের নির্বাচনের মধ্য দিয়ে। ট্রাম্প–সমর্থকেরা এখন তাদের নেতা হিসেবে ট্রাম্পকেই মনে করছেন। আশঙ্কা অনুযায়ী সহিংসতা শুরু না হলেও ট্রাম্প–সমর্থকেরা প্রতিটি এলাকায় নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। তারা তাদের নেতা ট্রাম্পের মতোই বলছেন, ভোট নিয়ে কারচুপি হয়েছে।