চট্টগ্রামে দগ্ধ ৯ জনের একজনের মৃত্যু, ৬ জনকে ঢাকায় স্থানান্তর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ২:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম নগরের কাট্টলীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম পেয়ারী বেগম (৬২)। এ ঘটনায় অগ্নিদগ্ধ ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এই নারীর মৃত্যু ঘটে।
হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রফিক উদ্দিন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. রফিক উদ্দিন জানান, রোববার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়। এতে শিশু বৃদ্ধাসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিলো। এদের মধ্যে এক বৃদ্ধা মারা গেছেন। এদের মধ্যে অগ্নিদগ্ধ ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।