প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১:৩১ এএম | প্রিন্ট সংস্করণ
এনআরবি গ্লোবাল ব্যাংকের ৬টি ইসলামিক ব্যাংকিং উপশাখা গতকাল রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপশাখা গুলো হল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মরফলা বাজার উপশাখা, বোয়ালখালী উপজেলার জোট পুকুর উপশাখা, হাটহাজারী উপজেলার হাটহাজারী উপশাখা, সাতক্ষীরা জেলার কদমতলা বাজার উপশাখা, নারায়ণগঞ্জ জেলার ইছাপুর বাজার উপশাখা এবং ঢাকার বাউনিয়া-বাদালদী উপশাখা। প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিএনআরবি গ্লোবাল ব্যাংক ইসলামিক ব্যাংকিং শাখা এবং চলমান শাখাগুলোর মধ্যে থেকে ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এনআরবি গ্লোবাল ব্যাংক খুব শীঘ্রই পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রুপান্তর হতে যাচ্ছে। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।