প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১:৩১ এএম | প্রিন্ট সংস্করণ
রোটার্যাক্ট জেলা সংগঠন, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশ এর সেরা ক্লাবের পুরস্কার পেলো রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ। রোটার্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ ২০১৯-২০ রোটারি বর্ষের কার্যক্রমের ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়। প্রায় ৫ হাজার যুবক-যুবতীকে নিয়ে গঠিত দেশের ২৪৮টি রোটার্যাক্ট ক্লাবের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বার্ষিক পুরস্কার দেয়া হয়। গত শুক্রবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ অডিটোরিয়ামে বিভিন্ন ক্লাবের প্রায় ৭ শত সদস্যের উপস্থিতিতে রোটার্যাক্ট জেলা সংগঠন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বাগতিকতায় ছিল রোটার্যাক্ট ক্লাব অব মিরপুর ঢাকা। অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর সভাপতি (২০১৯-২০২০) মো. নাবির হোসেন এর নেতৃত্বে ক্লাব সদস্যবৃন্দ সেরা ক্লাবের অ্যাওয়ার্ড গ্রহণ করেন। রোটার্যাক্ট জেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০১৯-২০ রোটারি বর্ষের জেলা গভর্নর এম খাইরুল আলম, ২০২১-২২ বর্ষের রোটারি জেলা গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ২০২২-২৩ বর্ষের জেলা গভর্নর এম এ ওয়াহাব, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, সভাপতি ও মডারেটর এস এম আলী আজম, প্রাক্তন সভাপতি হাসান আল মামুন, মো. বোরহানুল ইসলাম, তানভীর আহমেদ, সদ্য প্রাক্তন সভাপতি মো. নাবির হোসেন, সভাপতি মো. তরিকুল ইসলাম, নির্বাচিত সভাপতি আহাসানুর রহমান জিমসহ ক্লাব সদস্যবৃন্দ। ২০১৯-২০ রোটারি বর্ষে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ৯টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড লাভ করে। অ্যাওয়ার্ডগুলো হলো- সেরা ক্লাব, সেরা বুলেটিন, সেরা ১০০% নিয়মিত সভা, সেরা রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ (প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ), সেরা জোনাল সেক্রেটারি (মো. তরিকুল ইসলাম), ২য় সেরা মাসিক ক্লাব রিপোর্ট (এমসিআর), ৩য় সেরা পেশা উন্নয়ন সেবা, ৩য় সেরা জেলা প্রোগ্রাম চিফ লিঁয়াজো অফিসার (প্রাক্তন সভাপতি তানভীর আহমেদ) ও ৭ম সেরা সভাপতি (মো. নাবির হোসেন)। উল্লেখ্য, ১৮ আগস্ট ২০০১ রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ গঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’- এ আন্তর্জাতিক শ্লোগান নিয়ে এবং ‘জ্ঞান অর্জন করো, বন্ধুত্ব গড়ো এবং স্বাবলম্বী হও’- এই ক্লাব থিম নিয়ে ক্লাবটি প্রতি বছর বিভিন্ন সেবা-কার্যক্রম সম্পাদন করে আসছে।