প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১:০৮ এএম | প্রিন্ট সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। টিভি নাটকের বাইরে তিনি এবার আসছেন ডিজিটাল প্ল্যাটফরমে। এছাড়া চরচ্চিতেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...এই সময়ে অনেকে ওয়েব সিরিজে কাজ করছেন। আপনাকে কী এই মাধ্যমে দেখা যাবে?
আমি এরইমধ্যে ‘ঘোলা’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। এটি নির্মাণ করেছেন তানিম পারভেজ। যখন ওয়েব সিরিজ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল তখন এই সিরিজের শুটিং করেছি। ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্রিবত ছিলাম। যখন প্রস্তাব পাই প্রথমে জানতে চেয়েছি আপত্তিকর কিছু আছে কিনা? গল্প ও চরিত্র দেখে তারপর অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। ভালো গল্প ও চরিত্র পেলে এই মাধ্যমে কাজ করতে চাই।
নাদিয়ার সমসাময়িক অনেকে চলচ্চিত্রেও অভিনয় করছেন। কিন্তু বড়পর্দায় নাদিয়া নেই কেন?
আমার ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু সে সময়ে যে ধারার ছবি হতো তাতে কাজ করার সুযোগ ছিলা না। তাই না করতাম। এখন চলচ্চিত্রে পরিবর্তন এসেছে। আমাদের কাজ করারও সুযোগ আছে। কিন্তু আগে না করার কারনে সবাই ভাবে চলচ্চিত্রে আমি কাজ করবো না। আমি চলচ্চিত্রে কাজ করতে চাই। যদি মনের মতো গল্প ও চরিত্র পাই তাহলে কাজ করতে আপত্তি নেই।
দীর্ঘদিন ধরে নাদিয়া শোবিজে কাজ করছেন। এই অঙ্গনের অনেকের সঙ্গে কাজ করেছেন। আবার কারো কারো সঙ্গে কাজের বাইরেও সখ্যতা আছে। শোবিজে নাদিয়ার বন্ধু কারা?
মীর সাব্বির ভাই আমার ভালো বন্ধু। তার সঙ্গে অনেক কাজ করেছি। আমার ভালো-মন্দ অনেক কিছু শেয়ার করি তার সঙ্গে। তিনিও সব সময় আমার পাশে থাকেন। এছাড়া বন্ধু হিসেবে আছেন মিলন ভাই, ইন্তেখাব দিনার, সাবেরি আলম, চুমকি আপা, রিচি ও শতাব্দি ওয়াদুদ। আমার চেয়ে বয়সে যারা একটু বড় তারাই আমার বন্ধু হয়ে আছেন।
বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই?
এখন একাধিক ধারাবাহিক নাটক ও খ- নাটকে ব্যস্ত আছি। বিপ্লব হায়দারের ‘সুখ পাখি’, মশিউর রহমানের ‘সরল রেখা’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’, এস এম শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’ ধারাবাহিকগুলোতে কাজ করছি।
বর্তমান সময়ে নাটকের গল্প দূর্বল বলে অনেকে মন্তব্য করেন। আপনার মন্তব্য কী?
সব নাটকের গল্প দূর্বল এটা ঠিক না। কিছু নাটক দূর্বল গল্পের হচ্ছে এটিও সত্যি। অনেকগুলো কাজ হলে সেখানে ভালো-মন্দ থাকবে এটাই স্বাভাবিক।