নাইটক্লাবে গোলাগুলিতে নিহত মার্কিন র্যাপার
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১:০৮ এএম | প্রিন্ট সংস্করণ
নাইটক্লাবে গোলাগুলিতে নিহত মার্কিন র্যাপার ডেভন ডাকুয়ান বেনেট। শেষ তিন বছরে র্যাপার হিসেবে কিং ভন নামে পরিচিতি পান। ৬ নভেম্বর আটলান্টার নাইট ক্লাবে গোলাগুলিতে আরও দুজনসহ নিহত হন ২৬ বছর বয়সী এই তরুণ র্যাপার। এ ঘটনায় আরও তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের ভেতর একজনের অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) জানিয়েছে, রাত সাড়ে তিনটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটলান্টা পুলিশ জানায়, গোলাগুলির শুরুতেই গুলি লাগে কিং ভনের শরীরে। ব্যাপক রক্তক্ষরণ হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুইবার বিলবোর্ডের টপ চার্টে স্থান করে নিয়েছে কিং ভনের গান ‘গ্র্যান্ডসন ভলিউম ১’ ও ‘লেভন জেমস’। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে তার অ্যালবাম ‘ওয়েলকাম টু ও ‘ব্লক’। কিং ভনের পাবলিশিস্ট তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ২৬ বছরের এই পরিশ্রমী তরুণ মাত্র তার মেধার ঝুলি থেকে গান বের করতে শুরু করেছিলেন। ডানা মেলে ওড়ার শুরুতেই তাকে অকালে চলে যেতে হলো। তিনি একজন দুর্দান্ক বন্ধু ছিলেন। তিনি নিজের আগে নিজের দলের খেয়াল রাখতেন।