কন্যা সন্তানের জন্মে আত্মহারা মিশিগানের দম্পতি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
সমাজে এখন নাারিদের কোন মুল্য নেই এই কথা যারা বলেন তারা মুর্খের স্বর্গে বসবাস করছেন। তারই প্রমাণ দেখা গেল সেদিন আমেরিকার মিশিগান শহরের এক দম্পতির বাড়িতে। ১৪ জন পুত্রের পর জন্মালো প্রথম কন্যা সন্তান। যার ফলে এখন খুশির জোয়ারে ভাসছেন মিশিগানের সেই দম্পতি। গত বৃহস্পতিবার কাটেরি সোয়াট জন্ম দিয়েছেন নিজের ১৫তম সন্তান তথা প্রথম কন্যার। সাড়ে ৩ কেজির শিশুটির নাম রাখা হয়েছে ম্যাগি জায়নে। কাটেরির স্বামী জে সোয়াট বলেছেন, ‘এই বছরটা বহু কারণে স্মরণীয়। কিন্তু ম্যাগি আমাদের কল্পনাতীত প্রাপ্তি।’ওই দম্পতির প্রথম ছেলে টেলর সোয়াটের বর্তমান বয়স ২৮ বছর। তিনি বলেছেন, ‘মা-বাবা ভেবেছিল আর মেয়ে হবে না। আমাদের ঘরে পিঙ্কএর প্রতীক ছিল না।’ কিছু দিন আগেই বিয়ে করেছেন টেলর। বাবার ২০০ একরের ফার্মহাউস থেকে ২০ মিনিট দূরে থাকেন তিনি। সন্তান সংখ্যার লম্বা তালিকার জন্য স্থানীয় মিডিয়াতেও পরিচিত সোয়াট দম্পতির। জে-ম্যাগি বিয়ে করেছিলেন ১৯৯৩ সালে। গেলর্ড হাই স্কুলে পড়ার সূত্রে তাঁদের পরিচয় দীর্ঘ দিনের। কাটেরি গ্রান্ড ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর। জে আইনজীবী। বিয়ের আগেই তাঁদের ৩টি সন্তান ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার আগে থেকেই তাঁরা বাবা-মা।