সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিরাট কি শেষ দুটি টেস্টে  নেই!  
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১:০৮ এএম আপডেট: ০৯.১১.২০২০ ১:২৭ এএম | প্রিন্ট সংস্করণ

জান্য়ুারিতে বাবা হতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সে সময়েই ডন ব্র্যাডম্যানের দেশে চলবে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তাহলে কি সেই সময়ে স্ত্রী অনুষ্কার পাশে থাকতে পারবেন না বিরাট কোহলি? গত শনিবার  এনিয়ে অনেকটা চর্চা হতে দেখা গেল গণমাধ্যমে। তবে রাতে জানা গেছে, অস্ট্রেলিয়ার মাটিতে শেষ দুটি টেস্ট সম্ভবত খেলা হবে না কোহলির। ভারতীয় বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এরকমই জানিয়েছে। ওই সূত্রের বক্তব্য, ‘ভারতীয় বোর্ড সবসময়ই ক্রিকেটারদের পরিবারকে প্রাধান্য দিয়ে এসেছে, ভবিষ্যতেও সেটাই করবে। যদি ভারত অধিনায়ক সে সময় বাবা হওয়ার কারণে পিতৃত্বের ছুটি চায়, সেই কারণেই বোর্ড তখন সম্মতি দিতে পারে। তখন অধিনায়ক শেষ দুটি টেস্ট খেলবে না।’ প্রসঙ্গত উল্লেখযোগ্য, ১৭ ডিসেম্বর থেকে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হবে।জানুয়ারির প্রথম দিকেই কোহলি বাবা হচ্ছেন। তখনই সিরিজের তৃতীয় টেস্ট সিডনিতে (৭-১১ জানুয়ারি) এবং চতুর্থ টেস্ট ব্রিসবেনে (১৫-১৯ জানুয়ারি) হবে। ভারতীয় বোর্ড জানিয়েছে, দেশের যে কোনও ক্রিকেটারকেই পিতৃত্বের সময় পরিবারের পাশে থাকতে উৎসাহ দেওয়া হয়ে থাকে। এবারও একেবারেই তার ব্যতিক্রম হবে না। অন্য সময় হলে ইচ্ছে করলে কোহলি সন্তানের জন্মের সময় অনুষ্কার পাশে থেকে তারপর আবার ব্রিসবেনে উড়ে গিয়ে শেষ টেস্টে অংশ নিতে পারতেন। কিন্তু এবার অন্য সমস্যা। কোভিডের কারণে এখন অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ েিদনর কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে প্রত্যেক ক্রিকেটারকেই। কোহলির ক্ষেত্রেও নিয়ম বদলাবে না। তাই তাঁর পক্ষে দেশে ফিরে এসে তারপর আবার অস্ট্রেলিয়া গিয়ে শেষ টেস্ট খেলা সম্ভব হবে না। পাশাপাশি বোর্ডের সূত্র থেকে জানা গেছে, কোহলি না থাকলে টেস্টে মিডল অর্ডারে খেলতে পারেন কে এল রাহুল।গত শনিবারই জানা গেছে, রোহিত শর্মাকে নিয়ে ধোঁয়াশার অবসান হতে পারে। হয়তো ১১ নভেম্বর দুবাই থেকেই ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যেতে পারেন রোহিত। বোর্ড চাইছে, ভারতীয় দলের ফিজিও নীতিন প্যাটেল এবং ট্রেনার নিক ওয়েবের তত্ত্বাবধানে জাতীয় দলের সঙ্গেই থাকুন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]