প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৭:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে তৌহিদী জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তৌহিদী জনতা আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সান্তাহার দারুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে মুক্তিযোদ্ধা চত্বরের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার দারুল উলুম মাদ্রাসা মুহাতামিম মাও: মাহবুবুল ইসলাম, নায়েবে মুহাতামিম মুফতি ফিরোজ আহমাদ, নায়েমে তালিমাত রুহুল আমিন, আদমদীঘি মাদ্রাসার মুহাতামিম মাও: ইব্রাহীম, সাওইল মাদ্রাসার মুহাতামিম মাও: আব্দুল মুমিন, ঢাকা রোড মাদ্রসার মুহাতামিম আব্দুল রাজ্জাক, বড় আখিড়ার মাদ্রাসার মুহাতামিম আব্দুস সামাদ, নওগাঁর মুফতি ইলিয়াছ, আব্দুস কুদ্দুস প্রমুখ।
সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্টের ছবি ও ফ্রান্সের পতাকার ওপর জুতা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মুসল্লিরা। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করাসহ বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।