কাপাসিয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৭:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়ায় বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, পোড়া তেল সংরক্ষণ, ক্ষতিকর রং মেশানো এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই বেকারি ও দুই চাল-ডালের ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহষ্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমরাইদ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, বিসমিল্লাহ্ বেকারি এবং বায়েজিদ বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত পোড়াতেল, ক্ষতিকর রং ঘটনাস্থলে নষ্ট করা হয়। এছাড়াও দুটি চাল ডাল ও ময়দার আড়তকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা মোতাবেক পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মোবাইল কোর্টকে জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফায়জুল্লাহ এবং আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ সহায়তা করেন।