প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৮:০৮ পিএম | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার বিত্তিপাড়ায় অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় নিহত রোগীসহ পাঁচ যাত্রীর দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে চারজন নড়াইলের লোহাগড়া উপজেলা ও একজন যশোর জেলার বাসিন্দা।
নিহতরা হলেন- লোহাগড়া পৌরসভার দাসেরডাঙ্গার মৃত শফিউদ্দিন মোল্যার ছেলে টিপু মোল্যা, মশাঘুনী গ্রামের আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে মফিজুর রহমান, স্ত্রী নাদিয়া আরোবী, ছোট ছেলে ইফাদ ওরফে রিফাত রহমান, মফিজুরের শ্যালক আলিম শেখ।
বুধবার জানাজা শেষে টিপু মোল্যাকে লক্ষীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মফিজুর, নাদিয়া, ইফাদ ও আলিম শেখকে যশোরের কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতদের স্বজনরা শোকস্তব্ধ হয়ে পড়েছেন।
জানা গেছে, মফিজুরের স্ত্রী নাদিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তাকে আনতে যান স্বামী। এ সময় ছেলে ও দুই শ্যালক তার সঙ্গে ছিলো। দুপুরে নাদিয়াকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে লোহাগড়ায় ফেরার সময় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও একজন আহত হন।