প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৭:৫২ পিএম | অনলাইন সংস্করণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (০২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় ওই ছাত্রীর বান্ধবীর মেসে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম ফাতেমা এলিন ফুজি। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।
ফাতেমার সহপাঠীরা জানান, পারিবারিক ও ব্যক্তিগত কিছু বিষয়ে বেশ কয়েক মাস ধরে হতাশায় ভুগছিলেন ফাতেমা। ফাতেমার মা মারা গেছেন। তার বাবা আরেকটি বিয়ে করেছেন। পরিবারের সঙ্গে ঝামেলার কারণে হতাশায় ভুগছিলেন তিনি। এসব কারণে রাজশাহীতে এক বান্ধবীর মেসে ওঠেন ফাতেমা।
তার এক সহপাঠী জানান, সোমবার রাতে ফাতেমা আমার সঙ্গে মোবাইলে নিজের কষ্টের কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। এরপর তার আত্মহত্যার খবর পাই।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, ওই ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে মঙ্গলবার ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।