সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ফ্রান্সের প্রেসিডেন্টকে এমপি খোকার হত্যার হুমকি, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৭:৪৫ পিএম আপডেট: ০৪.১১.২০২০ ৮:২৮ পিএম | অনলাইন সংস্করণ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে হত্যা করে ফাঁসির মঞ্চে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি বলেন, আমি কোনো সংসদ সদস্য হিসেবে নয়, একজন মুসলমান হিসেবে বলছি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে কাছে পেলে তার জীবন শেষ করে হাসি মুখে ফাঁসির কাষ্ঠে যেতেও রাজি।

সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তার বক্তব্যে এমন কথা বলেন তিনি।

একজন সংসদ সদস্য হয়ে কিভাবে অন্য দেশের রাষ্ট্রপতিকে হত্যার হুমকি দেন, সেটা নিয়ে জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলেছেন,  এমপি লিয়াকত হোসেন খোকা এমন কথা বলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।  এটা একান্তই তার ব্যক্তিগত মতামত। এর দায় কোনোভাবেই জাতীয় পার্টি নিবে না। এমনকি, জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাকে মানসিক ভারসাম্যহীনও বলেছেন। একজন মুসলমান হয়ে বিধর্মী কাউকে হত্যা করার বিধান ইসলামে নেই। তার এমন উগ্র মনোভাবের কারণে দেশের ক্ষতি হতেও পারে। 

বিষয়টি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে জানানো হলে তিনি বলেন, বিষয়টি আমি মাত্র শুনলাম।  এমন বক্তব্য কখনোই কাম্য নয়। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। 

এর আগে মাহফিলে দেওয়া সাংসদ খোকার বক্তব্যের ১২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও তার নামে খোলা ফেইসবুক পেইজেও আপলোড করা হয়েছে।

ওই ভিডিও আপ করে তিনি লিখেছেন, ‘আমি কোনো সংসদ সদস্য হিসেবে নয় একজন মুসলমান হিসেবে বলছি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে কাছে পেলে তার জীবন শেষ করে হাসি মুখে ফাঁসির কাষ্ঠে যেতেও রাজি। বিগত হাজার বছরে বহু রাষ্ট্র পরিচালক পৃথিবীতে এসেছে কিন্তু আমার নবী হযরত মোহাম্মদ (সাল্লালাহু আলায়হে ওয়াসাল্লাম) এর মতো বিশ্বাসী, সৎ চরিত্রবান নেতা পৃথিবীতে আর আসেনি। মহান আল্লাহর পর তিনিই সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। পরবর্তী সংসদ অধিবেশনে ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রসঙ্গে আমি উত্থাপন করবো এবং কাদিয়ানীরা অমুসলিম, তাদের হেড অফিস লন্ডনে অবস্থিত। আমি আমার অবস্থান থেকে সর্বদা কাদিয়ানীদের বিরোধিতা করে যাবো এবং আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর নির্দেশে সোনারগাঁয়ের গৌরবান্বিত ইতিহাস প্রজ্বলিত রাখার জন্য মহান আল্লাহ ইচ্ছায় সোনারগাঁয়ে শরফুদ্দিন আবু তাওয়ামাহ্ রহ. এডুকেশন ফাউন্ডেশনের আওতায় ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো।’

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য খোকা বলেন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোনো সংসদ সদস্য না এখন, ওই ... বাচ্চা ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’

ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক সংগঠনগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।

পরবর্তী সংসদ অধিবেশনে ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি তুলবেন এবং সব সময় কাদিয়ানীদের বিরোধিতা করে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির এই সাংসদ।

মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “নবীর বাইরে কিছু নেই। আমার নবীর বিরুদ্ধে যে বলবে তার সাথে কীসের সম্পর্ক? আগামী ৮ তারিখ সংসদ অধিবেশন। এই অধিবেশনেই ফ্রান্সের সাথে সম্পর্ক বাতিল করতে প্রস্তাব আনা হোক।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খোকা বলেন, “আমরা আপনার সাথে থাকব।… নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়ার নতুন আইন করার…”

ঐ বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে বক্তব্য দিয়েছি, আমি সেই বক্তব্যে এখনও অনড় আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি অনড় থাকব।’

সংসদ সদস্য হয়ে এমন বক্তব্য দিতে পারেন কিনা- এ প্রশ্নে খোকা বলেন, ‘আমি আগেই বলেছি, আমি সংসদ সদস্য হিসেবে নয়, একজন মুসলমান, নবীর উম্মত হিসেবে ওই বক্তব্য রেখেছি। এখনও আমি সেই দাবি জানাচ্ছি।’

উল্লেখ, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কাজের লোক ছিলেন। তাদের দয়ায় জাতীয় পার্টির এমপি হয়েছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও ধোঁয়াশা রয়েছে।  এছাড়া  সরকার বিরোধী হেফাজত ইসলামের একটি অংশ এবং বিএনপি -জামায়াতের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এই বিতর্কিত এমপি লিয়াকত হোসেন খোকার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]