প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৪:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় ৫ আসামরি বিরুদ্ধে ফের চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
দীর্ঘ পাঁচ বছর পর আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা স্থগিত করে বুধবার আবারও আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রায় স্থগিত রেখে পুনরায় বিচার শুরুর আদেশ দেন। গত ২৭শে অক্টোবর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল।
এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলো জিকরুল্লাহ হাসান, আরিফুল ইসলাম এরফান, সাইফুল ইসলাম মানসুর, মাওলানা জুনেদ আহমেদ তাহের ও আকরাম হোসেন হাসিব। এদের মধ্যে মাওলানা জুনায়েদ আহমেদ ও আকরাম হোসেন হাসিব পলাতক রয়েছে। বাকিরা কারাগারে আছে।
২০১৫ সালের ৩০শে মার্চ সকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।