বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল আহমেদকে নিয়ে মিথ্যাচার চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ১:৩৫ এএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. জুয়েল আহমেদের বিরুদ্ধে মিথ্যা,  বানোয়াট এবং নোংরা প্রচারণা চালাচ্ছে একটি মহল। এক্ষেত্রে ষড়যন্ত্রকারীরা গণমাধ্যমকে বেছে নিয়েছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রমাণ ছাড়াই মিথ্যা তথ্য দিয়ে জুয়েল আহমেদের বিরুদ্ধে নিউজ প্রচার করা হয়। বিষয়টি নিয়ে লিখিত বক্তব্য দিয়ে নিজের অবস্থা পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।

লিখিত বক্তব্যে জুয়েল আহমেদ জানান, 

বেসরকারি একটি টেলিভিশনে ০১/১০/২০২০ তারিখে প্রচারিত সংবাদের একটি অংশে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কিছু পদে জামাত শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ সম্বলিত কিছু ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক হওয়ার কথা উল্লেখ করা হয়। উক্ত সংবাদে আমার ছবি প্রদর্শন পূর্বক আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে শিবির সংশ্লিষ্টতার কথা বলা হয়। যা শতভাগ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। কোন স্বার্থান্বেষী মহল হয়ত আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও মর্যাদাপূর্ণ অবস্থান-কে বিতর্কিত করে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে আপনার রিপোর্টার প্রণব চক্রকর্তী-কে বিভ্রান্ত করে এহেন রিপোর্ট তৈরি করাতে সক্ষম হয়েছে। এ জাতীয় একটি সংবাদ প্রচারের পূর্বে আমার নিকট থেকে বক্তব্য নেয়া  উচিত ছিল। আমার ভাবমুর্তি বিনষ্ট করে এমন সংবাদ পরিবেশনের পূর্বে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়া কোন ভাবেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার  পরিচয় বহন করে না। আমার বিরুদ্ধে এ জাতীয় সংবাদ পরিবেশনের কোন দালিলিক বা অন্য কোন ভিত্তি নেই। প্রকাশিত সংবাদ চরমভাবে আমার ভাবমুর্তিকে ক্ষুন্ন করেছে। উল্লেখ্য আপনার সদয় অবগতির জন্য আমার রাজনৈতিক কিছু পরিচয় উল্লেখ করছি।

১। আমার পরিবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠ ও সক্রিয়ভাবে জড়িত। আমার পিতা মো: সিরাজুল ইসলাম উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। আমার মামা মো: শাহ আলম হাওলাদার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমার খালু মো: মোজ্জাম্মেল তালুকদার বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

২। ছাত্রজীবনে আমি এসএসসি পরীক্ষা পর্যন্ত কোন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম না। তবে পারিবারিকভাবেই আওয়ামী লীগের আদর্শে শতভাগ বিশ্বাসী ছিলাম। লেখাপড়াটাকেই মুখ্য হিসেবে গ্রহণ করে এসএসসি  পরীক্ষায় সম্মিলিত  মেধা তালিকায় ৭ম (সপ্তম) স্থান অধিকার করি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় হাজার হাজার আবেদনকারীদের মধ্যে ১৫ (পনের)-তম স্থান অধিকার করে ২০০২-০৩ শেসনে আইন বিভাগে ভর্তি হই। আইন অনুষদের ছাত্র হিসেবে ২০০৩ সালে আইন অনুষদ ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। তৎকালীন সভাপতি ব্যারিস্টার সৌমিত্র সরদার দাদা ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন (সুমন)-ভাই-র নেতৃত্বে সক্রিয়ভাবে  ছাত্র রাজনীতি করি। রাজনৈতিক আদর্শগত কারণে জামাত শিবির, স্বাধীনতা বিরোধী ও বিএনপি-র ছাত্র সংগঠনের বিরুদ্ধে  সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করি যার সাক্ষী তৎকালীন ছাত্রলীগের সভাপতি শ্রদ্ধেয় লিয়াকত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন (বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক)  এবং সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু।

৩। ২০১২ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হই এবং সক্রিয় ভাবে রাজনৈতিক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করি।

৪। ২০১৬ সালে আইনজীবীদের অন্যতম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদের সুপ্রীমকোর্ট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করি।

৫। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিগত মেয়াদের আইন উপ-কমিটির (২০১৬-২০১৯) অন্যতম সদস্য হিসেবে  দায়িত্ব পালন করি।

৬। বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য হিসেবে জামাত, শিবির, বিএনপিমনা প্রতিপক্ষের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করি।

৭। বাংলাদেশ আইন সমিতির সকল কর্মকান্ডে মুক্তিযুদ্ধের স্বপক্ষে তথা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে সব সময় সক্রিয় ভূমিকা রেখেছি। আমি ২০১৮ সালে বাংলাদেশ আইন সমিতির আপ্যায়ন সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।

৮। বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন নেতা, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক স্থানীয় সরকার মাননীয় প্রতিমন্ত্রী পরম শ্রদ্ধেয় এড. জাহাঙ্গীর কবির নানক এর ব্যক্তিগত সহকারী (২০০০৯-২০১৪) হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০০৯ সালে নিম্ন আদালত ও ২০১২ সালে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হওয়ার পর ২০১৪ সাল থেকে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক, সিনিয়র আইনজীবী এড. শ ম রেজাউল করিম স্যারের অধীনে সুপ্রীমকোর্টে প্রাকটিস শুরু করি। ২০১৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা আমার শ্রদ্ধেয় সিনিয়র স্যার-কে তাঁর মন্ত্রীসভার সদস্য করেন এবং মাননীয় মন্ত্রী আমাকে সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োগ দেন। উল্লেখ্য যে, সহকারী একান্ত সচিব পদটি সরকারী নিয়োগপ্রাপ্ত কোন স্থায়ী পদ নয়। মন্ত্রী মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী দায়িত্ব পালনের পদ।

৯। আমি কখনই জামাত-শিবির বা আওয়ামী বিরোধী কোন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম না। সারাজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এতদসত্ত্বেও আমাকে শিবির সংশ্লিষ্টতায় অভিযোগ উল্লেখে সংবাদ পরিবেশনের দ্বারা চরম মিথ্যাচার করা হয়েছে যা আমার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান-কে ভীষণভাবে ক্ষুণ্ন করেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]