প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ৮:৩২ পিএম | অনলাইন সংস্করণ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে স্প্যানিশ মিডিয়া গোল বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকুয়ে নিশ্চিত করেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হননি ফুটবল লিজেন্ড এবং তার অসুখ গুরুতরও নয় বলে জানানো হয়েছেরোগ নির্ণয় করতে কিছু রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
হাসপাতালে ড. লিওপোলদো বলেছেন, এখানে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হয়নি এবং ম্যারাডোনা চাইলে হাসপাতাল ছাড়তে পারবেন। সাবেক আর্জেন্টাইন অধিনায়ক মানসিকভাবে অসুস্থ এবং তা তার স্বাস্থ্যে প্রভাব ফেলছে বলে তিনি জানান। তবে শারীরিক অবস্থার উন্নতি হতে অন্তত তিনদিন লাগবে বলে ধারণা লিওপোলদোর।
গত শুক্রবার ম্যারাডোনা তার ৬০তম জন্মদিন পালন করেছেন এবং ওইদিন পাত্রোনাতোর বিপক্ষে তার দল জিমনেসিয়া লা প্লাতার ম্যাচের আগে ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন। তাকে জন্মদিনের একটি স্মারক উপহার দেওয়া হয়। কিন্তু সেখানে মাত্র আধঘণ্টা ছিলেন।
ম্যাচ শুরুর ঠিক আগে অসুস্থবোধ করলে বাসায় ফিরে যান। কদিন ধরে তার শরীর খারাপ ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে।
গত কয়েক বছর ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের পাকস্থলীর অভ্যন্তরে রক্তক্ষরণের কারণে ভর্তি করা হয় হাসপাতালে, ঘটনাটি ২০১৯ সালের জানুয়ারিতে। ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচে অসুস্থবোধ করায় খেলা শেষ পর্যন্ত দেখতে পারেননি তিনি।