ডা. সাবরিনার জামিন আবেদন খারিজ
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ৮:২৯ পিএম | অনলাইন সংস্করণ
করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর জামিন হয়নি। জামিন চেয়ে তার করা আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
সাইফুদ্দিন খালেদ বলেন, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় ডা. সাবরিনা চৌধুরীর জামিন হয়নি। জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বাসা থেকে টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ করা এবং পরীক্ষা ছাড়াই নমুনার ফল দেয়ার অভিযোগে তেজগাঁও থানার পুলিশ গত ২৩ জুন জেকেজির সিইও আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেফতার করে। এরপর ১২ জুলাই ডা. সাবরিনাকে গ্রেফতার করা হয়।