প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ১২:৪৮ এএম | অনলাইন সংস্করণ
শিক্ষার্থীদের বিনামূল্যে সাতার শেখানো ও ওয়ার্ড ভিত্তিক পাঠাগার স্থাপনের মতো ব্যতিক্রমী আয়োজন হাতে নিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক জনেরা।
কামরাঙ্গী চরের থানা ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন বিপ্লব এমন উদ্যেগ নিয়েছেন। নভেম্বরে মাস ব্যাপী ১২-১৫ বছর বয়সী ছেলেমেয়েদের নিজ উদ্যোগে সাতার প্রশিক্ষকের মাধ্যমে সাতার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়া ৫৫,৫৬ এবং ৫৭ এই ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত কামরাঙ্গীর চরে শেখ রাসেলের নামে ৩টি পাঠাগার প্রতিষ্ঠার পরিকল্পনা সম্পন্ন করেছেন ছাত্রলীগ নেতা বিপ্লব। পাঠাগারগুলো স্কুল শিক্ষার্থীদের বই ৫ টাকার বিনিময়ে ভাড়া দেবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পারভেজ হোসেন বিপ্লব বলেন, বছরে পানিতে ডুবে সারাদেশে ১২ হাজার শিশু মারা যায় বলে এক পরিসংখ্যানে জেনেছি। তাই মনে হলো ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার মতো করে একটি ছোট পদক্ষেপ নিতে পারি। সাতার ফেডারেশনের নারী এবং পুরুষ প্রশিক্ষকের মাধ্যমে ১৫ দিনের একটি কর্মশালা করবো কামরাঙ্গীর চরের বুড়িগঙ্গা নদীতে। ' পাঠাগার প্রসঙ্গে বিপ্লব বলেন, ৭৫ এর শহীদ জাতির জনক বঙ্গবন্ধু কিশোর শেখ রাসেলকে স্মরণীয় রাখতে পাঠাগার করছি আমাদের তিন ওয়ার্ডে। যা আমাদের তিন ওয়ার্ডের তিন কাউন্সিলর উদ্বোধন করবেন। ৫ টাকার বিনিময়ে ৫দিনের জন্য বই নিতে পারবেন শিক্ষার্থীরা।
ছাত্রলীগ নেতার এমন উদ্যেগ প্রসঙ্গে ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, ছাত্রলীগ নেতার এমন উদ্যেগ প্রশংসনীয়। আমার যতটুকু সম্ভব সহায়তা তাকে করবো। স্থানীয় সমাজকর্মী সুলতান আহমেদ বলেন, সাতার প্রশিক্ষণ এবং পাঠাগার স্থাপনের মতো কাজ করে ছাত্রনেতার সঠিক দায়িত্ব পালন করছেন তিনি। কামরাঙ্গীর থানা ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ছাত্রনেতার এ উদ্যোগে কামরাঙ্গীর থানা নিরাপত্তার সব কিছু দেখবে।