বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইসলাম মানতে হলে আগে জানতে হবে: আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১০:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

ইসলাম মানবতা ও শান্তির ধর্ম। ইসলাম সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখার কথা বলেছে। একই সাথে প্রতিবেশী হিসাবে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিষ্টান-বৌদ্ধ, এটা না দেখে মানুষ হিসাবে সহায়তা করার নির্দেশনা দেয়া হয়েছে ইসলামে। ইসলামই সকল ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয় অমুসলিমদের জন্যও স্বার্থ সংরক্ষণের কথা বলে দাবি করেছেন আলোচকরা। দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৪৩ তম পর্বে ইসলাম ও মানবতা বিষয়ে শুক্রবার (৩০ অক্টোবর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার্স ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান , বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজম এর সহকারী অধ্যাপক, লেখক, গবেষক, কলামিস্ট ও ইসলামী চিন্তাবিদ মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সাবেক সেক্রেটারি জেনারেল আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও সম্পাদক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানের সঞ্চলনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।


আবুল কাসেম মোঃ ছফিউল্লাহ বলেন, আমি সঞ্চালকের মাধ্যমে সবার কাছে সবার কাছে এই কথাটি তুলে ধরতে চায় যে, আমি কিছুদিন আগে একটি বই পড়েছিলাম। সে বইতে বলা হয়েছিল ইসলাম সারা বিশ্বের সব থেকে মিস আন্ডারস্ট্যান্ডিং রিলেজিয়াম। এর কারণ আমরা পড়া লেখা করিনা, কেবলমাত্র শুনে শুনে কথা বলি। অমুক স্যার বলেছেন, তমুক হুজুর বলেছেন, এভাবেই আমারা আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ করে রাখি।  অথচ কোরআনে কারিমে আল্লাহ পাক সর্বপ্রথম শব্দটি নাযিল করেছেন ইকরা যার অর্থ পড়। অর্থাৎ আমাকে আপনাকে পড়তে হবে জানতে হবে। এবং আল্লাহ আরও বললেন ফানা অর্থ জানো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোন লিল্লাহ নেই এই জ্ঞানটা আগে তুমি জানো অর্জন করো। আমরা অনেকেই বলি জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একবারেই ইসলামের সাথে সাংঘর্ষিক। আমি যে কি মানবো এটাকেই তো আমাকে জানতে হবে। আমি যদি জানতে চায় তাহলে আমাকে পড়া লেখা করতে হবে। আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন, যারা জানে এবং যারা জানেন না তারা সমান না। এজন্যই আমাকে আপনাকে জানতে হবে। ইসলামের যে সৌন্দর্য আছে, ইসলামের যে আউটলুক আছে, ইসলামের যে সার্বিক চমৎকার বিধি বিধান আছে যা মানুষ প্রদত্ত না, কোন রাষ্ট্র প্রদত্ত না, এই বিধানগুলো সরাসরি আল্লাহ প্রদত্ত। এই বিধান গুলো হচ্ছে আমার আপনার জন্য চিরন্তন সত্য যেখানে সামান্যতম পরিবর্তন করার সুযোগ নেই। ইসলাম হলো শান্তির ধর্ম। এই ধর্মে কাউকে অনর্থক আঘাত করা নিষেধ। ইসলামের শিক্ষা হলো, অমুসলিম যেই হোক তাকে আদর-আপ্যায়ন করে, সুন্দরভাবে বুঝিয়ে দীনের পথে আনতে হবে। আমার আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু নেই। উনি সব জানেন, তার কাছে কোন অতীত নেই তার কাছে পুরোটায় বর্তমান। উনি জানেন কি হবে, সুতরাং তার দেওয়া সমাধান হচ্ছে সর্বোত্তম সমাধান। মুমিনের কর্তব্য, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করা এবং জীবনের সকল অঙ্গনে ইসলামের সঠিক শিক্ষা ও বিধানের চর্চা ও বিস্তারে ব্রতী হওয়া। তাহলে আল্লাহর ইচ্ছায় আমাদের জীবনে পূর্ণ শান্তি বিরাজ করবে এবং ইসলাম শান্তির ধর্ম কথাটির সত্যতা ও যথার্থতা বাস্তবরূপে প্রতিফলিত হবে। আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি তাহলে তাহলে ইসলাম নিয়ে যেসব ফোবিয়ার কথা বললেন, ফ্রান্স নিয়ে কথা বললেন এবং তা নিয়ে আমরা যে প্রতিক্রিয়া দেখাচ্ছি তা কোনটায় হতোনা যদি আমাদের জ্ঞানকে আমরা শাণিত করতে পারতাম, আমাদের জ্ঞানকে আরও বাড়াতে পারতাম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]