মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কামারগ্রাম কাঞ্চন একাডেমীর সিনিয়র শিক্ষক বাবু অরবিন্দু কুমার মৃধাকে বিদয়ী সংবর্ধনা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৫:১৪ পিএম | অনলাইন সংস্করণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমীর সিনিয়র শিক্ষক ছিলেন বাবু অরবিন্দু কুমার মৃধা। চাকরি জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার অনন্য এক প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন আলোকিত মানুষ গড়ার এ কারিগর। দীর্ঘ চাকরি জীবন শেষে আনুষ্ঠানিকভাবে আবেগ ঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে।

শুক্রবার (৩০ অক্টোবর ) সকাল সাড়ে নয়টায় কামারগ্রাম কাঞ্চন একাডেমী প্রাঙ্গণে একাডেমীর সকল শিক্ষার্থীর ব্যানারে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষক বাবু অরবিন্দু কুমার মৃধার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

কামারগ্রাম কাঞ্চন একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ও  দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলের পক্ষ থেকে কমিটির সদস্যরা ও বিদ্যালয়ের ১৯৯৮ সাল থেকে ২০২০ সালের এসএসসির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিদায়ী এ শিক্ষকের হাতে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।

অশ্রু আর ভালবাসার অর্ঘ্যে বিদায় নেওয়া কামারগ্রাম কাঞ্চন একাডেমীর সিনিয়র শিক্ষক বাবু অরবিন্দু কুমার মৃধা নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গােপালপুর ইউনিয়নের নিভৃত এক পল্লী কুলধরের মৃথা পরিবারে ১৯৬০ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন বাবু অরবিন্দু কুমার মৃধা । 

যে জীবনে কোন সংগ্রাম নেই, সেই জীবন কোনাে জীবনই না। চরম দারিদ্রতার ভিতর দিয়ে বেড়ে উঠে, অপরিসীম সংগ্রাম করে, আজ তিনি নিজেকে সাফল্যের চূড়ায় নিতে পেরেছেন। সদা হাসি মুখ, সদালাপী, উনি উনার ব্যক্তিগত ও কর্ম জীবনেও এই সংগ্রাম অব্যহত রেখেছেন।

এই শিক্ষাগুরুর প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়েছিলাে কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৭৮ সালে কামারগ্রাম কাঞ্চন একাডেমি থেকে এসএসসি এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে তিনি চলে যান খুলনা সরকারি বিএল কলেজে। পরবর্তীতে সেখান থেকে বিএসসি এবং বিএড এর পাঠ চুকিয়ে ১৯৮৯ সালে সহকারী শিক্ষক হিসেবে সরাসরি যােগদান করেন নড়াইল এম.এ.মান্নান উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে নাড়ির টানে তিনি আবার ফিরে আসেন নিজ এলাকায়। ১৯৯৪ সালে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন এই কামারগ্রাম কাঞ্চন একাডেমীতে।

তিনি এ বিদ্যালয়ে জীববিজ্ঞান, গনিত, বিজ্ঞান আর ইংরেজির মত জটিল বিষয়ে দীর্ঘ ২৬ বছর পাঠদান করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]