শালিখায় ইউ এন ও'র হস্তক্ষেপে পন্ড হলো বাল্যবিয়ে
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১০:২৫ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেনের হস্তক্ষেপে আজ বৃহস্পতিবার দুপুরে তাসলিমা খাতুনের(১৩) বাল্যবিয়ে বন্ধ করা হয়।
এছাড়াও মেয়েটির বাবাকে দুই হাজার টাকা জরিমানা সহ মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। তাসলিমা উপজেলার তালখড়ি ইউনিয়নের পিয়ারপুর গ্রামের ইব্রাহিম বিশ্বাসের মেয়ে ও পিয়ারপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
এসময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী এস এম আক্তারুজ্জামান, উপজেলা ভূমি অফিসের তহসিলদার আব্দুল হামিদ, তালখড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন গোলাম মোহাম্মদ বাতেন, বাল্য বিবাহ সংক্রান্ত সরকারি বিধি-বিধান সম্পর্কে অজ্ঞ থাকায় এমন ঘটনা ঘটেছে তবে ভবিষ্যতে যেন এমন বাল্যবিবাহ সংগঠিত না হয় সে ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব।