এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জানায়, অতিবৃষ্টিতে ১৭ লাখ নাগরিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিধ্বস্ত হয়েছে ৬০ হাজারের বেশি ঘর-বাড়ি।
বুধবার (২৮ অক্টোবর) ১৫০ কিলোমিটার গতিবেগে ভিয়েতনামে আঘাত হানে টাইফুন মোলাভি। যা দেশটিতে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়।
ক্ষয়ক্ষতি অপসারণে নেমেছেন উদ্ধার কর্মীরা। বিভিন্ন জায়গার ধ্বংসস্তুপ সড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় করছে প্রশাসন।
কমপক্ষে ৪০ হাজার মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অফিস, কল-কারখানা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।