করোনাকালের মধ্যেই আসন্ন শীতে দুর্দশায় পতিত হওয়া দেশের বিভিন্ন স্থানের অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে দেড় লক্ষ কম্বল প্রদান করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।
এ উপলক্ষে (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এর কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
এসময় গত ১৮ মার্চ এক্সিম ব্যাংকের সকল শাখাকর্তৃক মুজিববর্ষ উদযাপনের আলোকচিত্রের একটি অ্যালবামও হস্তান্তর করা হয়।