প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১০:২৬ পিএম | অনলাইন সংস্করণ
সারাবিশ্বের মতো বাংলাদেশও করোনা মোকাবিলায় যুদ্ধ করে যাচ্ছে। প্রতিদিন আসছে মৃত্যুর খবর। এরপরও থেমে নেই মানুষের কর্মজীবন। করোনাসংকট মোকাবিলায় বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত রয়েছে সরকার। এ পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মনোবল চাঙ্গা রেখে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালেও সব ক্ষেত্রেই উন্নয়নের ধারা অব্যাহত রেখে অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন তিনি। দেশে করোনাভাইরাসের দ্বিতীয় দফা বিস্তার প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক পরিধানের জন্য আবারও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপ ও আমেরিকায় নতুন করে এই ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১৩৪ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। বুধবার (২১ অক্টোবর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা সভাপতি রবিন মোহাম্মদ আলী। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
রবিন মোহাম্মদ আলী বলেন, আমি প্রথমেই শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শুরুতেই বলতে চায় এই মাস্কটা আমাদের কেন পড়তে বলা হয়। এই মাস্কের কারণে যাতে আমরা নিজেরা সুরক্ষায় থাকতে পারি এবং অন্যকেও সুরক্ষা দিতে পারি। মাস্কটা পড়লে আমাকে সুরক্ষা দিতে পারবো, আমার পরিবারকে সুরক্ষা দিতে পারবো এবং বাইরে বের হলে অন্যদেরকেও সুরক্ষায় রাখতে পারবো। আমি পরবর্তী আলোচনায় বলতে চায় বর্তমান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই যে খাতে অগ্রগতি সাধিত হয়নি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। এই করোনাকালেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল ছিল। যেখানে বিশ্বের অনেক দেশের প্রবৃদ্ধি ঋণাত্নক হয়েছে, সেখানে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি মনে করি, বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যতদিন বেঁচে আছেন, ততদিন বাংলাদেশের উন্নয়ন হবে। আজকে তারই একান্ত নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের ভূমিকায় দেশে করোনা মোকাবেলায় মৃত্যুর হার অনেক কম পৃথিবীর অন্যান্য দেশে তুলনায়।