প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৮:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
মাদারীপুর জেলা কারাগারে থাকা হাজতি আসামি হযরত মাতুব্বর (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে ওই হাজতি মারা যায়। নিহত হযরত মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে।
মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় আসামি করা হযরত মাতুব্বরকে। পরে ২৭ সেপ্টেম্বর হযরত মাতুব্বর স্বেচ্ছায় আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বুধবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হযরতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান ।
এদিকে হযরতকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।
নিহত হযরত মাতুব্বরের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামী সুস্থ ছিল। আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে কারাগারের লোকজন। আমি কয়েক দিন আগে দেখা করে গেছি।
মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাজতিকে। পরে হৃদক্রিয়া বন্ধ হয়ে হযরতের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মগে রাখা হয়েছে।