প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৪:১৯ পিএম | অনলাইন সংস্করণ
কুয়েতে প্রবাসী কমাতে সংসদে অভিবাসী শ্রমিক নিয়ে একটি আইন পাস হয়েছে। নতুন এই আইনে সরকারকে এক বছরের মধ্যে অভিবাসী শ্রমিকের সংখ্যা কমিয়ে আনতে হবে।
এদিকে একই আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য মাত্র ৩ শতাংশ রাখার প্রস্তাব দেয়া হয়েছে। কোটা অনুযায়ী কুয়েত সরকার যদি মাত্র ৩ শতাংশ বাংলাদেশি অভিবাসীকে জায়গা দেয়, তাহলে আড়াই লাখেরও বেশি অভিবাসীকে বাংলাদেশে ফিরে আসতে হবে। এই আইনের কারণে দেশটিতে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের লাখ লাখ শ্রমিক বিপাকে পড়বেন।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, নতুন আইনের কারণে অনেক অভিবাসী শ্রমিককে বাধ্য হয়ে কুয়েত ছেড়ে দেশে পাড়ি জমাতে হবে।
উল্লেখ্য, অভিবাসী শ্রমিকনির্ভর দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশের জনসংখ্যা ৪৮ লাখ। আর এতে দক্ষ ও অদক্ষ অভিবাসী শ্রমিকের সংখ্যা প্রায় ৩৪ লাখ।
ভোরের পাতা/এএম