প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১২:২১ পিএম | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ৩৭৩২১ ভোট পেয়ে ইকবাল আল আজাদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
বিজয়ী ইকবাল আল আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল হক আফিন্দি ধানেট শীষ প্রতীকে পেয়েছেন ১৬৮৯০ ভোট। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ৪৮০৫ ভোট। এবং ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩৬১ ভোট।
এদিকে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে দুপুরে নির্বাচন বর্জন না করলেও ধানের শীষের প্রার্থী নুরুল হক আফিন্দী লিখিত অভিযোগ করেন রিটানিং কর্মকর্তা বরাবর। তিনি এই প্রতিবেদককে বলেন বিভিন্ন কেন্দ্রে ব্যাপক ভোট কারচুপি হয়েছে, আমরা প্রশাসনকে বারবার অবহিত করার পরও তারা কোন পদক্ষেপ নেননি।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সাবেক তিনবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ মৃত্যুবরণ করেন। পরে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ঘোষনা দেয় নির্বাচন কমিশন। আজ নৌকা প্রতীকে তার বড় ছেলে ইকবাল আল আজাদ বিজয়ী হয়েছেন।