প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১১:৩১ এএম | অনলাইন সংস্করণ
লাদাখ সীমান্ত থেকে আটক করা চীনা সেনাকে ফেরত পাঠিয়েছে ভারত। সোমবার সকালে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সেনাকে আটক করে ভারতীয় বাহিনী। খবর এনডিটিভির।
সোমবার ভারতীয় বাহিনী জানায়, ভারতীয় সীমানায় ঢুকে পড়ায় আটক হওয়া চীনা সেনার নাম ওয়াং ইয়া লং। তার কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া গিয়েছে বলে দাবি করে ভারতীয় বাহিনী। তবে বলা হয়, খুব সম্ভবত অনিচ্ছাকৃতভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন তিনি।
তাকে আটক করার পর পিএলএর ওই সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়। তার চিকিৎসার ব্যবস্থাও করা হয় বলে জানায় ভারতীয় সেনা।
চীনা বাহিনী ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চায়। ভারত জানায়, 'প্রোটোকল মেনে চুশূল-মোল্ডো পয়েন্টে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র আটক সেনাকে চীনের হাতে তুলে দেওয়া হবে।' সেই প্রোটোকল মেনে মঙ্গলবার রাতে ওই সেনাকে ফেরত দিয়েছে ভারত।
লাদাখে গত কয়েক মাস ধরে ভারত ও চীন সেনাদের মধ্যে উত্তেজনা চলছে। গত কয়েক মাসে সীমান্ত উত্তেজনা কমাতে একের পর এক বৈঠক করেছে দুই দেশ। তবে কোনো সমাধানে পৌঁছতে পারেনি তারা।