সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শরীয়তপুরে আন্ত:জেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
শরীয়তপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৮:৫১ পিএম | অনলাইন সংস্করণ

শরীয়তপুরে স্মার্ট গ্যালারী নামক মোবাইল শো-রুমে চুরির। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা পুলিশের । এই বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান ২০ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানা যায়, চলতি মাসের ৫ তারিখ ভোরে জেলা শহরের পালং উত্তর বাজারে সেমন্ত ঘোষের মর্ডান স্মার্ট গ্যালারী নামক মোবাইল শো-রুম থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যমানের ১৬২টি মোবাইল চুরি হয়। এই বিষয়ে পালং মডেল থানায় ওই দিনই একটি মামলা করা হয়। পালং থানা পুলিশ অভিযান পরিচালনা করে চোরচক্রের সদস্য মো. মিলনকে কুমিল্লার লাঙ্গলকোট থেকে, মো. রফিককে চাঁদপুরের কচুয়া থেকে, মতিন/মতি/মইত্যাকে কুমিল্লার সদর থেকে, ইব্রাহিম ইসলাম/নয়ন সাহাকে চট্টগ্রামের অলংকার বাস টার্মিনাল থেকে, মোকারম হোসেন/ মনির/মোনু/রুবেলকে চট্টগ্রামের বায়েজিদ বস্তামি থানা থেকে, মানিক মিয়াকে কুমিল্লার চৌরাস্তা থেকে ও মো. মকবুল হোসেনকে কুমিল্লার মুরাদ নগর থেকে গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত কাটার ও ১টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান আরো বলেন, চোরচক্রটি ঘটনার পূর্বের রাতে শহরের চন্দ্রা রেস্ট হাউজে নিজেদের সদ্য নাম ও ভূয়া মোবাইল নম্বর ব্যবহার করে অবস্থান করে। রাত শেষে ভোরে তাদের নিজেদের কড়া পাহাড়ার মধ্যে মোবাইল মার্কেটের প্রধান ফটকের তালা এবং মোবাইল দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে। পরে দোকান থেকে ১৬২টি দামী মোবাইল শেট চুরি করে নেয়। এই সময় মোবাইল ফোনে কথা বলে মানিক, লুঙ্গি দিয়ে আড়াল করে রাখে নয়ন সাহা/ইব্রাহীম, দোকানের তালা কাটে রফিক ও মতিন/মতি/মইত্যা। ধৃত আসামীরা প্রাথমিক ভাবে স্বীকারোক্তি দিয়েছে কুমিল্লায় বসে তারা চুরির এই সিদ্ধান্ত নেয়। শরীয়তপুরের গোসাইরহাটে আসামী রফিকের খালা বাড়ি। খালা বাড়ি যাওয়ার পথে তারা এই ঘটনা ঘটায়। ঝিনাইদহ, কুমিল্লা, গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় এই পর্যন্ত ৫০টিরও বেশী চুরির ঘটনা ঘটিয়েছে তারা। তাদের টার্গেট থাকে মোবাইল, স্বর্ণ ও বিকাশের দোকান। অভিযান পরিচালনা করে অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযানে অংশ গ্রহন করেন গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই পল্লব কুমার সরকার সহ পুলিশের একটি টিম চোর চক্রকে আটক করেন। প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, ডিআইও-১ আজহারুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সিসি ক্যামেরা না থাকলে এই চোরচক্র ধরা সম্ভব হতো না। আমি সকল হাট-বাজার সিসি ক্যামেরার আওতায় আনার জন্য অনুরোধ করব। খুব শীঘ্রই আমরা শরীয়তপুরকে অনলাইন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]