প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৮:৫০ পিএম আপডেট: ২০.১০.২০২০ ৯:০৩ পিএম | অনলাইন সংস্করণ
“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছ।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আয়োজনে, আহছানিয়া মিশন এর সহযোগীতায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা স্বাস্হ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু জাফর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুর রহমান শাহিন , উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃজিয়াউর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে সঠিকভাবে হাত ধোয়ার নিয়মগুলি দেখানো হয়।