প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৭:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টেকনিশিয়ান চীনা নাগরিক প্যান ইউয়ানজুন হত্যার মূল কারণ ছিল টাকা ছিনতাই।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
তিনি জানান, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চীনা নাগরিককে হত্যা করে সাব্বির শেখ ও হোসেন শেখ। তারা দু’জনই সেতুর অবকাঠামো নির্মাণের কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
এর আগে ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চীনা নাগরিক ইয়াংজুনকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২ লাখ ৫৩ হাজার ২৩০ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে গুরুতর আহত প্যান ইউয়ানজুন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর আরেক কর্মকর্তা কাও চিয়েন হুয়া বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।