প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৭:০৯ পিএম | অনলাইন সংস্করণ
দেশের তৃতীয় চায়ের নিলাম বাজার পঞ্চগড়ে স্থাপনের আশ্বাস দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম।
মঙ্গলবার সকালে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা চাষী ও কারখানা মালিকসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় এই আশ্বাস ব্যক্ত করেন।
বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আয়োজনে এই মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সমতলের চা উৎপাদনে মডেল পঞ্চগড়। তাই পঞ্চগড়ের চা শিল্পকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। তবে উৎপাদিত চায়ের মান ভাল করার বিষয়ে এখন নজর দিতে হবে। ভাল মানের চা পেতে হলে চা বোর্ডের উদ্ভাবিত বিটি ভেরাইটির চা রোপন করতে হবে। করোনাকালে ক্ষতিগ্রস্ত চা চাষী ও কারখানা মালিকদের প্রণোদনার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে ইতিবাচক সাড়া পেয়েছি। এ সময় চোরাই পথে অবৈধভাবে চা বিক্রি ও কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, চা বোর্ড পঞ্চগড়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুনসহ চা চাষী ও কারখানা মালিকরা উপস্থিত ছিলেন।