কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙ্গন
চরম আতঙ্কে পাইকগাছা এলাকাবাসী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৬:২৭ পিএম | অনলাইন সংস্করণ
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙ্গনে চরম আতঙ্কে এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেছ।তাদের নিকট দ্রুত বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে এলাকার বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার হিতামপুর মৌজার ১৬ নং পোল্ডারে হিতামপুর স্লুইস গেট সংলগ্ন এলাকায় রবিবার ভোর রাতে ভাটার সময় হঠাৎ করে কপোতাক্ষ নদের হিতামপুর এলাকায় ভাঙ্গন শুরু হয়। কয়েক ঘন্টার মধ্যে চরও ওয়াপদা বাধসহ বেশির ভাগ এলাকায় নদীর মধ্যে বিলিন হয়ে যায়।
এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী কে অবহিত করলে তিনি তৎক্ষনিক ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শনে পাঠান। পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী ফরিদউদ্দীন বলেন, আমি ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করে উপজেলা নিবাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশাকরছি অচিরেই বাধের কাজ শুরু হবে।