বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল মোংলা বন্দর
মাসুদ রানা,মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ৬:১০ পিএম | অনলাইন সংস্করণ

শ্রমিকদের খাদ্য ভাতা, স্বাস্থ্য সু রক্ষা সরঞ্জাম, নিয়োগ পত্র, সার্ভিস বুক ও পরিচয় পত্র প্রদান, নদীতে নিরাপত্তাসহ জাহাজ শ্রমিকদের ১৫ ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো মোংলা বন্দরেও নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছে। সোমবার মধ্য রাত থেকে এ কর্মবিরতি পালন করতে শুরু করেছেনৌযান শ্রমিকরা। 

এদিকে নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতির ফলে মোংলা বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। পশুর চ্যানেলে অবস্থানরত জাহাজগুলো থেকে কোন পণ্য বোঝাই খালাস কাজ হচ্ছে না। তবে বন্দর জেটি ও গ্যাস ফ্যাক্টরীতে সামান্য কাজ হচ্ছে। মোংলা বন্দরে গতকাল পর্যন্ত পন্য বোঝাই ১৪টি বানিজ্যিক জাহাজ অবস্থান করেছিল।

নৌযান শ্রমিকরা জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেল ও মোংলা খাড়িতে এ মুহুর্তে প্রায় ৩থেকে ৪শ’ লাইটারেজ জাহাজ অবস্থান করে কর্মবিরতি পালন করছে। ভোর রাত থেকেই মাদার ভেসেলের পাশ থেকে সব লাইটারেজ জাহাজ সরিয়ে এনে পশুর নদীতে নঙ্গর করে রাখা হয়েছে। এ সব কার্গো জাহাজ ও লাইটারেজ জাহাজের কর্মচারীরা এখন অলস সময় পার করছে। 
বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলভুক্ত আন্তর্জাতিক রুটসহ দেশের সব রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। মালিক ও সরকার নৌ শ্রমিকদের দাবি মেনে নেয়া না পর্যন্ত এ কর্মবিরতি লাগাতার চলবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিক নেতৃবৃন্দ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার ফখর উদ্দিন বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে মোংরা বন্দরে। তবে বন্দর জেটি ও কন্টেইনার ইয়ার্ডে চলছে অভ্যন্তীরন কার্যক্রম। তিনি আরো বলেন, বন্দরে এর প্রভাব এখনও পুরোপুরী বোঝা যাচ্ছেনা তবে নৌযান শ্রমিকদের লাগাতার কর্ম বিরতী চললে বড় ধরনের সংকটের মুখে পরবে মোংরা বন্দরসহ এর সাথে সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা বলে জানায় তিনি। 
বন্দরের হারবার বিভাগ জানায়, পশুর চ্যানেল ও বহিঃনোঙ্গরে সোমবার বিকেলে ১৫টি বানিজ্যিক জাহাজ পন্য খালাসের অপেক্ষায় অবস্থান করছিল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এখান থেকে ৫টি জাহাজ বন্দর ত্যাগ করেছে এবং নতুন করে আরো ৩টি বানিজ্যিক জাহাজ পন্য বোঝাই করে মোংলা বন্দরে খালাসের জন্য নঙ্গর করেছে। 

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেনর মিন্টু ও সাধারণ সম্পাদক মামুন হাওরাদার বাচ্চু জানান, নৌযান শ্রমিকদের সাথে সরকার ও মালিক পক্ষ নানা ধরনের বৈষম্যমুলক আচরন করছে। এর আগে শ্রমিকরা তাদের দাবি আদায়ে কর্মবিরতি পালন করলেও সরকার ও মালিক পক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দীর্ঘদিনেও বাস্তবায়ন না করায় নৌযান শ্রমিকরা ফের বাধ্য হয়ে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছে। তবে যতদিন পর্যন্ত নৌশ্রমিকদের দাবী মানা না হবে, এবারের কর্ম বিরতী লাগাতার চলবে। ইতি পুর্বে মালিক পক্ষ নৌ-শ্রকিদের নিয়ে টালবাহানা করেছে কিন্ত এবার নৌ-শ্রমিকরা হয় চাকরী করবে না হয় মালিক পক্ষের কাছে তাদের নৌযান বুঝিয়ে দিয়ে চলে জাবে বলেও জানায় লাইটার শ্রমিক ইউনিয়নের এ নেতা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]