প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৭:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় বীট পুলিশিংয়ের আয়োজনে পৃথক পৃথকভাবে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাথেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু খায়ের, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, ওসি তদন্ত বুলবুল ইসলাম।
এদিকে, ছাপড়হাটী ইউনিয়ন বীট পুলিশিংয়ের আয়োজনে স্থানীয় এসসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন- ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী।
বিশষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল, ইউনিয়ন আ'লীগের সভাপতি কাওছার আলী, পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার ব্রিটিশ, জাপা সভাপতি আশরাফুল আলম, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
ইউনিয়ন বীট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামসুল হকের সঞ্চালানায় ও ইউনিয়ন বীট পুলিশিংয়ের সভাপতি ফিরোজ কবীরের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম প্রমূখ। এছাড়া, একই দিনক্ষণে উপজেলার তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এসআই আবুল কালাম আজাদ, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক শাহজাহান মিঞা, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসআই শাহানাজ পারভীনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। একইভাবে উপজেলার ১৫টি ইউনিয়ন বীট পুলিশিংয়ের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়েছে বলে জানা গেছে।