প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৬:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই স্লোগানে সারাদেশে ন্যায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলার ১২টি উপজেলায় ১৪৬টি বিট পুলিশিং এলাকায় এক যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলের সভাপতিত্বে শহরের থানাপাড়ায় ১৭ নং বিট পুলিশিং-এর কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন,টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম,কমিউনিটি পুলিশিং-এর জেলা শাখার সভাপতি আনিছুর রহমান আনিছ,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সদর থানার (ওসি) মীর মোশারফ হোসেন।এছাড়া সমাবেশে সুশীল সমাজের প্রতিনিধি,জনপ্রতিনিধি,পুলিশের অন্যান্য কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।