রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শ্রীনগরে সুইচ গেইটের মুখ আটকিয়ে অবৈধ ভেসাল জাল স্থাপন!
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৫:৩৬ পিএম | অনলাইন সংস্করণ

শ্রীনগরে একটি আন্ত:সড়কের সুইচ গেইটের মুখ আটকিয়ে অবৈধ ভেসাল জাল স্থাপন করে অবাধে পোনামাছ নিধন করা হচ্ছে। উপজেলার শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়ন শাখা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন সুইচ গেইটের সামনে এই অবৈধ ভেসালটি স্থাপন করে রাঢ়ীখাল গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। এর আগে গত মাসে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে ভেসালটি উচ্ছেদ করা হলেও প্রভাবশালী শহিদুল ইসলাম ৫/৬ দিন পরেই ভেসালটি পুনরায় সুইচ গেইটের মুখ আটকিয়ে স্থাপন করে বলে অভিযোগ উঠেছে। 

সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম শ্রীনগর-দোহার সড়কের কোলাপাড়া, রাঢ়ীখাল এলাকার চকসহ আড়িয়াল বিলে পানি নিস্কাশনে সুইচ গেইটটি একমাত্র মাধ্যম। গুরুত্বপূর্ণ এই সুইস গেইট দিয়ে পানি প্রবাহ হচ্ছে। এতে করে বন্যার পানির সাথে বিভিন্ন জাতের পোনামাছও নামছে সুইচ গেইট দিয়ে। এই সুযোগে অবৈধ ভেসাল জাল বসিয়ে দেদারছে পোনামাছ নিধন করা হচ্ছে। 

একটি সুত্র জানায়, এই ভেসালের পিছনে আছে সিন্ডিকেট। তারা আড়াল থেকে শহিদুলকে ভেসাল স্থাপনের সুযোগ তৈরী করে দিচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আউয়ালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এলাকার সবাই জানেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাইনা। 
ভেসাল স্থাপনকারী শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি দম্ভ বলেন, আমি জেলা থেকে অনুমতি আনছি। পরক্ষনেই কথা ঘুরিয়ে বলেন, উপজেলার পারমিশন আছে। ভেসাল জাল বৈধ না অবৈধ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি ভেসাল অবৈধ।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মোটরসাইকেলে আছি পরে কথা বলছি। অপেক্ষার ৩০/৪০ মিনিট পরে তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]