প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৪:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসা ইউনিয়নের প্রধান সড়কের চালতি তলা থেকে জৈনসা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি যানবাহন এবং মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
দীর্ঘ ১২ বছর যাবৎ রাস্তাটির সংস্কার না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে থাকে। অনেক স্থানে কার্পেটিং উঠে গেছে। চলাচল করতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারী, স্কুল, কলেজ, মাদরাসাগামী ছাত্র-ছাত্রীদের এই সড়কটি দিয়ে জৈনসা ইউনিয়ন, লৌহজং ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। ৩ কিলোমিটার সড়কে রয়েছে ব্যস্ততম ইছাপুরা বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাংক, প্রাইভেট ক্লিনিক, সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান। ব্যস্ততম সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
স্থানীয়রা জানান, রাস্তাটির কাজ হয়েছে দির্ঘ ১২ বছর আগে এর মধ্যে কোনো সংস্কার কাজ হয় নাই। যে কারণে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। অটোরিকশা চালক ও পথচারীরা জানান, রাস্তায় গর্তের কারণে ঠিকমতো গাড়ি চালতে পারে না তারপরও ঝুঁকি নিয়েই গাড়ি চালতে হয়।
উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ বলেন রাস্তাটির কাজ যাতে দুরত্ব কারা হয় সে বিষয়ে কাজ করতেছি। সিরাজদিখান উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ বলেন, রাস্তাটি আমাদের নজরে আছে। এটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, শিগগিরই রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা নেয়া হবে।