প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৩:০৪ পিএম | অনলাইন সংস্করণ
সার্স-কোভি-২ ভাইরাসের কারণে হওয়া কোভিড-১৯ মানুষের মস্তিষ্কের টিস্যু ও কর্টেক্সের কাঠামোকে প্রভাবিত করার ক্ষমতা রাখে বলে ব্রাজিলের এক গবেষণায় উঠে এসেছে।
কর্টেক্স হলো মস্তিষ্কের এমন একটি অঞ্চল যা স্মৃতি, চেতনা এবং ভাষার মতো কাজ করে থাকে।
বৃহস্পতিবার প্রকাশিত ওই সমীক্ষায় বলা হয়, করোনাভাইরাস স্নায়ুতন্ত্রের সর্বাধিক কোষের অ্যাস্টোসাইটসের ওপর প্রভাব ফেলতে পারে। যা নিউরনের জন্য পুষ্টি নিউরোট্রান্সমিটার ও পটাসিয়ামের মতো অন্যান্য পদার্থের সরবরাহের ঘনত্বকে নিয়ন্ত্রণে কাজ করে।
ক্যাম্পিনাস বিশ্ববিদ্যালয়ের (ইউনিক্যাম্প) জীববিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড্যানিয়েল মার্টিন্স ডি সুজা বলেন, ‘আমরা প্রথমবারের মতো দেখালাম সার্স-কোভি-২ ভাইরাসটি অ্যাস্ট্রোসাইটে সংক্রামিত হয়ে নিউরনের কার্যকারিতা কমাতে পারে।’
সমীক্ষায় বলা হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ রোগীর মস্তিষ্কের টিস্যু নিয়ে করা পরীক্ষার মাধ্যমে সংক্রমণের এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।