প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৮:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে এক মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩ টায় ব্র্যাক’এর সহযোগিতায় এবং প্রতীকি যুব সংসদের আয়োজনে বরগুনা প্রেস ক্লাবের হল রুমে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির-জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার:পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ক কে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাস করণ প্রকল্পের উদ্যোগে বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া তথা প্রিন্ট ও, ইলেক্ট্রেনিক্স মিডিয়ার ব্যক্তিবর্গদের নিয়ে এক মিডিয়া মোবিলাইজেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলার ব্র্যাক সমন্বয়ক মো: মারুফ পারভেজের সভাপত্বিতে শুভেচ্ছা বক্তব্য এবং প্রকল্প উপস্থাপন করেন প্রতীকি যুব সংসদ’এর চেয়ারপার্সন মো: আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মোহনা টেলিভিশন জেলা প্রতিনিধি ও আলোকিত জাফর হোসেন হাওলাদার ও সাধারন সম্পাদক দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদের চিত্তরঞ্জন শীল, চ্যনেল আই ও বাংলাদেশ প্রতিদিনের মো: হাসানুর রহমার ঝন্টু, আরটিভি ও লোকবেতার পরিচালক মনির হোসেন কামাল, স্থানীয় দৈনিক সৈকত সংবাদ নির্বাহী সম্পাদক জাকির হোসেন মিরাজ, জনকণ্ঠ ও এটিএন’এর এ্যাডভোকেট মোস্তফা কাদের, ভোরের পাতা’র স্বপন দাস, বাংলাদেশের খবর’এর মো: হাফিজুর রহমান, কালেরকন্ঠ ও এনটিভির সোহেল হাফিজ, দৈনিক দেশ’এর এম হারুন-অর রশিদ রিংকু,আজকালের খবর’এর রেজাউল ইসলাম টিটু।
এছাড়াও একুশ টেলিভিশনের জয়দেব রায়, দেশ টিভির রিয়াজ আহম্মেদ মুসা, নিউজ টুয়ান্টিফোর’এর সুমন সিকদার, ডিবিসি টিভির মালেক মিঠু, দীপ্ত টিভির শাহ আলী, অনলাইন জাগো নিউজ-২৪ প্রতিনিধি সাইদুল ইসলাম মিরাজ, বাংলাভিশনের শহিদুল ইসলাম সপ্ন প্রমুখ।