ফেনীতে যাত্রীবাহী বাসের সাথে চট্রগ্রামগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন বাস যাত্রী। রবিবার (১১ অক্টোবর) ভোর ৬ টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
ফেনী জিআরপি পুলিশ জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী চট্রলা এক্সপ্রেস মেইল ট্রেনটি মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং এলাকায় পৌছালে একইসময় চাপাইনবাবগঞ্জ থেকে চট্রগ্রামগামী এনআর পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের স্লিপারের উপর উঠে যায়। একপর্যায় চলন্ত ট্রেনের ধাক্কায় বাসটি ধুমড়ে মুচড়ে একপাশে ছিটকে পড়ে। এসময় ঘটনা স্থল থেকে দুজন নিহত হয়। ঘটনার পরই পুলিশ ও ফায়র সার্ভিসের একটি দল বাসটি উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো একজন বাস যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত ১২ যাত্রী ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় দুই যাত্রীকে ঢাকা ও চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায় নি।
ফেনী রেলষ্টেশন মাষ্টার মাহাবুব রহমান জানান, ফতেহপুরে দূর্ঘটনা ঘটলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ফতেপুর রেলক্রসিংয়ে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার ভোর পৌনে ৬টার দিকে ফেনীর ফতেপুরে এ দুর্ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএন-১ আব্দুল হানিফ মুকুল, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও স্নেহাশীষ দাশ গুপ্ত, পাহাড়তলীর ডিএমও তন্ময় দত্ত ও ডিএনএ (লোকো) ওয়াহিদুর রহমানকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনাস্থলে গেছে।