প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২০, ১২:৫৬ এএম | অনলাইন সংস্করণ
কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বালু সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই এই ব্যানারে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চর থেকে অবৈধভাবে বালু উত্তলনের কারণে রামপ্রসাদের চর, মৈশাচর, নলচর, ফরাজীকান্দি ও জালিভাঙ্গা গ্রামের বসতভিটা ও আবাদি জমি আজ নদীগর্ভে বিলীন। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি হারিয়ে আজ আমরা নিঃস্ব।
তারা বলেন, এ সমস্যা নিয়ে দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হলেও তার কোনো সুফল আমরা পাইনি। ফলস্রুতিতে গত ১৩ বছরে রামপ্রসাদের চর গ্রামের ৭০ ভাগ জমি নদী গর্ভে বিলীন হয়েছে। আমরা এখন এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই যাতে করে এই বালুক্ষেকদের হাত থেকে অবিলম্বে আমরা রক্ষা পেতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও ওয়ারেন্ট অফিসার (অব) মো.সোহরাব এনায়েত করিম, আওয়ামী লীগের মেঘনা উপজেলার সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক গাজী মো. দেলোয়ার হোসেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, রামপ্রসাদের চর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি কাজী নজরুল ইসলাম প্রমুখ।
ভোরের পাতা /এএম