সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা আছে বলেই দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হয়েছে: সাজ্জাদ আলম খান তপু
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১০:২৬ পিএম | অনলাইন সংস্করণ
সম্প্রতি দেশে হয়ে যাওয়া কিছু বর্বরিত ঘটনা গুলো আমাদেরকে খুবই মর্মাহত করেছে। ধর্ষকদের ক্ষেত্রে কোন মানবাধিকারের আশ্রয়ের প্রশ্নই আসেনা। এদের স্তব্ধ করতে হবে, এদের শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণবিরোধী যেসব আন্দোলন হচ্ছে, এই আন্দোলন যদি রাজনীতির দিকে প্রবাহিত করা হয় তাহলে আমাদের মা-বোনদের সাথেই প্রতারণা করা হবে। দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ১২৩ তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। শনিবার (১০ অক্টোবর) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা ডা. বিদ্যুৎ বড়ুয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
সাজ্জাদ আলম খান তপু বলেন, এই যে ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের এতো দ্রুত সময়ে গ্রেফতার করেছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী, অতএব বুজাই যাচ্ছে যে সরকারের স্বদিচ্ছা আছে বলেই তাদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। সরকারের মনস্পটে এটাই কিন্তু সর্ব প্রথম এসেছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জনগণের স্পন্দন নিয়ে ঘটিত হয় যে সরকার সেটার জন্য সরকার জনবান্ধব নীতি কাঠামো তৈরি করে। সেজন্য কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনাই আমাদের আইনমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন আগামী সোমবার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য এই আইনে একটি সংশোধনী আনা হচ্ছে। এরপর থেকে দেখা যাচ্ছে এটাকে কেন্দ্র করে একটি রাজনীতি করার চেষ্টা চালানো হচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। এর সাথে কেউ কেউ সরকার পতনের কথা বলে আত্মতৃপ্তি নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কেউ হয়তো আমাদের এই মুজিব কোর্টকে পদদলিত করে নিজেকে উচ্চ আসনে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের পতন ঘটানো, সামাজিক অবক্ষয়ের পতন ঘটানো না। যেকোনো বিষয়ের সাথে নিজের এইসব ইচ্ছাগুলো জড়িয়ে দিয়ে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়ন করায় হচ্ছে তাদের মূল লক্ষ। সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা আছে বলেই দ্রুত অপরাধকারিদের গ্রেফতার করা হয়েছে।