১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই ক্যাম্পাসে আধিপত্য বজায় রাখতে ছাত্রলীগে যোগ দেয়। পয়সাওয়ালা হওয়ার কারণে ছাত্রলীগের একটি অংশ তাকে প্রশ্রয় দেয়। তবে ক্যাম্পাসের ছাত্রলীগের দুঃসময়ের অধিকাংশই ছিল মানিকের বিরুদ্ধে। দলের জন্য সর্বনাশা এই খেলাটা এই দুঃসময়ের কর্মীরাই ক্ষোভে করেছেন, কিছু বাম ছাত্রসংগঠনের সাথে আঁতাত করে। সেই বিষয়ে পরে আসছি।
১৯৯৭-২০০০ সালে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে শেখ মোহাম্মদ নুরুজ্জামান এবং শামসুদ তৌহিদ কাকর। আনন্দ মার্ডার মামলায় কাকরকে ছাত্রলীগ এবং ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ছিল না ছাত্রলীগের। এ সময় জসিম উদ্দিন মানিক ছাত্রলীগের একটা গ্রুপের সাথে লিয়াজোঁ করে নিজেকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে পরিচয় দেয়া শুরু করে। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে তাকে ভারপ্রাপ্ত সেক্রেটারির কোনো অফিশিয়াল কাগজ দেয়া হয়নি বলে জানান তৎকালীন নেতৃবৃন্দ। তবে কিছু শীর্ষ নেতার মৌখিক আশীর্বাদ ছিল মানিকের ওপর। আর চতুর মানিক পদ পাকাপোক্ত করতে সালাম বরকত হলে একটা জমকালো পার্টি দেয়। মানিক গ্রুপ বলতে চেয়েছে, তারা দলের পদ পেয়ে আনন্দ উৎসব করছে আর ছাত্রলীগের দুঃসময়ের কর্মীদের বক্তব্য ছিল মানিককে কোনো পদ দেয়া হয়নি। এই উৎসবের সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নাই।
জাহাঙ্গীরনগরের আনু মুহাম্মদ, রেহনুমা আহমেদ, মানস চৌধুরীরা সবসময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে ওৎ পেতে থাকেন। তারা পরদিন সাঙ্গোপাঙ্গ নিয়ে প্রচার করতে থাকেন মানিক ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন করেছে। তাদের তত্ত্বাবধানে ১৯৯৯ সালের আগস্ট মাসে মতিউর রহমান চৌধুরীর ‘মানবজমিন’ পত্রিকায় প্রথম এই সংবাদ বানানো হয়। আর সংবাদটি করা হয় ঢাকা অফিস থেকে। আর মানিককে কাবু করতে এই গুজবের সাথে তাল দেয় ছাত্রলীগের ত্যাগী গ্রুপটি। আর যখন নিজ দলের লোকজন এটা বলে বেড়ায় তখন সেটা বিশ্বাসযোগ্য হয় সবার কাছে।
দলের এই দুঃসময়ের গ্রুপটি মানিককে ধর্ষণকারী বানাতে গিয়ে পুরা সংগঠনের ইমেজকে ভূলুণ্ঠিত করেছে। কারণ তাদের কথাকে পুঁজি করেই আনু মোহাম্মদ ও রেহনুমা আহমেদ গং সভা-সমাবেশ করে ছাত্রলীগ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এর সবই ছিল পরিকল্পিত। উল্লেখ্য, ওই সময়ে জাহাঙ্গীরনগরের বোটানিক্যাল গার্ডেনে একটি ধর্ষণের ঘটনা ঘটে। টাটকা উদাহরণ হিসেবে সেটাই চালিয়ে দেয়া হয় মানিক তথা ছাত্রলীগের বিরুদ্ধে। মানবজমিনের তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ওই ধর্ষণের ঘটনার সাথে মানিক তথা ছাত্রলীগের কোনো সম্পর্ক ছিল না। ঘটনা কারা ঘটিয়েছিল তা ওই সময়ের সবাই জানতো।
মানিক ভালো মানুষ ছিল নাকি খারাপ মানুষ ছিল নাকি তার বান্ধবী মহল বড় ছিল তা নিয়ে অনেক আলোচনা আছে জাহাঙ্গীরনগরের ওই সময়ের শিক্ষার্থীদের মধ্যে। তবে খবর নিয়ে যা জানতে পেরেছি তা হলো মানিকের বিরুদ্ধে ধর্ষণ কিংবা নারী নির্যাতনের কোনো মামলা কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগও ছিল না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সম্প্রতি নুরু গংয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা করেছেন। এমন কোনো অভিযোগও মানিকের বিরুদ্ধে ছিল না। তাহলে ধর্ষণের অভিযোগটি আসলো কোত্থেকে?
অভিযোগ আসার দরকার ছিল না আনু মোহাম্মদ গংয়ের কাছে। তারা ব্যানার- ফেস্টুন নিয়ে অপপ্রচার শুরু করলো। এর পেছনে ইন্ধন দিল ছাত্রলীগের একাংশ। দুই পক্ষের একটি গ্রুপের চাপে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষ সত্যতা যাচাইয়ের জন্য একটি নিরপেক্ষ কমিটি করলেন। অভিযোগ দাখিলের জন্য সবার কাছে আহ্বান জানাল ওই কমিটি। শতাধিক অভিযোগ জমা হয়েছিল।
কিন্তু সব অভিযোগের ভাষা ছিল অনেকটা এই রকম ‘আমি শুনেছি অমুকের সাথে এটা করেছে, আমার এক বান্ধবীর সাথে এটা করেছে, আমার এক আত্মীয়কে ধর্ষণ করেছে, আমার পরিচিত এক মেয়ের সাথে জোর জবরদস্তি করেছ‘ ইত্যাদি ইত্যাদি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা অভিযোগকারী বা ভিকটিমের নাম-ঠিকানা ছিল না। ন্যক্কারজনক বিষয় হচ্ছে এই অভিযোগগুলো লিখে জমা দিয়েছিল এই বিপক্ষ আন্দোলনকারীরাই। এখানে অন্যতম ভূমিকা পালন করেছিলেন একজন শিক্ষক। কিন্তু সুনির্দিষ্ট কিছু না পেয়ে তদন্ত কমিটি সবকিছুই খারিজ করে দেয়।
খারিজ করে দিলে কি হবে ততদিনে মানিক দেশ ছেড়ে ইতালি চলে যায়। কিন্তু ন্যক্কারজনক অভিযোগগুলো এখনও ছাত্রলীগ বহন করছে যার সবটাই ছিল প্রতিহিংসাবশত।
লেখক: উপ-প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়