প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৮:২৫ পিএম | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণ ও বিবস্ত্র করে যৌন নির্যাতনের শিকার নারী বলেছেন, এই ঘটনার বিচার না হলে মাথা উচুঁ করে যেমন গ্রামে যেতে পারবো না,তেমনি দেশের নারীরাও মাথা উঁচু করে চলতে পারবে না। কারণ, ধর্ষক-নিপীড়করা শুধু আমাকে নয়, সারাদেশের নারীদেরই বিবস্ত্র করেছে
ঢাকা থেকে যাওয়া ছয় সদস্যের প্রতিনিধিদলের এভাবেই ক্ষোভ ও দুঃখের সঙ্গে কথাগুলো তুলে ধরেন নির্যাতনের শিকার ওই নারী। শনিবার (১০ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান ওই প্রতিনিধি দল। এই দলের সদস্যরা হলেন— লেখক,গবেষক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী বীথি ঘোষ, রাজনৈতিক কর্মী এবং আলোকচিত্রী জান্নাতুল মাওয়া, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী মাহফুজা হক, উন্নয়নকর্মী শিপ্রা বোস এবং শ্রমিক ও নারী আন্দোলনের সংগঠক ও আলোকচিত্রী তাসলিমা আখতার।
নির্যাতনের শিকার ওই নারী তাদের কাছে আরও বলেন, ‘দোষীদের সর্বোচ্চ শাস্তি না হলে শুধু বেগমগঞ্জ না সমগ্র দেশের নারীরা পরাজিত হবে। এই ঘটনার বিচার না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না। কে মুসলমান, কে হিন্দু, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, এসব বিবেচনার বাইরে আসতে হবে নারীদের। কেবল নারী হিসেবে নারীর ওপর যে বর্বর নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই এখন জরুরি।’
বিবৃতিদাতারা জানান, লেখক-গবেষক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদের সমন্বয়ে আমরা ছয় জন ঢাকা থেকে নোয়াখালী সদর ও বেগমগঞ্জে যাই। বেগমগঞ্জে নারী ধর্ষণ ও বিবস্ত্র করে যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে এবং ওই নারীর প্রতি গভীর সমবেদনা ও জোরালো সংহতি প্রকাশ করতেই আমাদের এই সফর।
নির্যাতনের শিকার নারীর সঙ্গে দেখা হলে আমরা তাকে জানাই যে, এই লড়াই কেবল বেগমগঞ্জের কোনও এক নারীর বা নোয়াখালীর না, এটি সারা দেশের নারীর লড়াই, নারী নির্যাতন-বৈষম্যর বিরুদ্ধে থাকা সব সচেতন নাগরিকের লড়াই। বেগমগঞ্জের নারীর পাশে সারাদেশের ধর্ষণ নির্যাতন বিরোধীরা আছেন এবং থাকবেন। এই পরিস্থিতিতে কোনও ভয়ভীতি, হেনস্তার কাছে পরাস্ত হওয়ার কোনও সুযোগ নেই। তিনি যে কোনোভাবেই একা নন— এ বিষয়ে আমরা তাকে বারবার আশ্বস্ত করি। তার সাহস ধর্ষণ ও ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাবে এবং সঙ্গী হয়ে থাকবে।
তারা আরও জানান,আমরা জেলা প্রশাসক,পুলিশ সুপার এবং থানার ওসিকে নির্যাতিত নারীর নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ভূমিকা রাখার বিষয়ে সচেষ্ট থাকার আহ্বান জানাই। বেগমগঞ্জের ঘটনাসহ এ যাবত নারীর ওপর ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।
ভোরের পাতা/এএম