কেন্দ্রটি সংস্কার ও একজন পশু চিকিৎসক চান এলাকাবাসী
বেহাল দশা রায়গঞ্জ পশু প্রজনন কেন্দ্রের
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৬:০৬ পিএম | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু প্রজনন কেন্দ্রটি প্রায় দীর্ঘ দুই যুগ ধরে অচল অবস্থা পড়ে আছে। এই কেন্দ্রটিতে নেই কোন ডাক্তার, কর্মচারীর ও প্রয়োজনীয় আসবাপত্র।
এক সময়ে এখানে চলত পশু চিকিৎসা, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও কৃত্রিম প্রজনন সুবিধা। অনুসন্ধানে জানা যায় একজন পশু চিকিৎসক সার্বক্ষনিক সেবা দিতো পশু প্রজনন কেন্দ্রটিতে। প্রায় দুই যুগ ধরে জরাজীর্ণ ঘরটি অচল অবস্থায় পরে আছে। ভিতরে নেই কোন আসবাবপত্র। ঘরটিকে দেখে মনে হয় এটি একটি গোয়াল ঘর ও শেয়াল মাদুরের বাসা। এছাড়াও কেন্দ্রটির বারান্দাই ব্যবহৃত হচ্ছে মাঝিদের জাল রাখার বারান্দা হিসেবে। কেন্দ্রটির সামনে একটি গবাদি পশু প্রজননের খাচা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, এমনই বেহাল অবস্থা কেন্দ্রটির। অত্র প্রজনন কেন্দ্রটি বন্ধ কেন জানতে চাইলে এমন প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেন নি। এদিকে গ্রামপাঙ্গাসী বাজারের আইয়ুব আলী খান বলেন, কেন্দ্রটির কার্যক্রম প্রায় দুই যুগ ধরে দেখছি না এবং কোন ডাক্তার আসেন না।
এঅবস্থায় এলাকাবাসীর সুবিধার্থে কেন্দ্রটির সংস্কার এবং এখানে একজন পশু চিকিৎসক নিয়োগ দিয়ে পশু প্রজনন কেন্দ্রটির কার্যক্রম পুরোদমে পরিচালনার জন্য উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করছেন অত্র এলাকার সচেতন নাগরিক।