প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৫:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াকে আনুষ্ঠানিক ভাবে করোনা মুক্ত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।শনিবার (১০ অক্টোবর) সর্বশেষ করোনা আক্রান্ত একজন রোগী করোনা মুক্ত হওয়ায় এবং নতুন কোন করোনা আক্রান্ত রোগী না থাকায় এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান বলেন, এ পর্যন্ত হাতিয়াতে ৭ শত ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১ শত ২২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। ১৫ দিন ধরে ফলাফল নেগেটিভ আসায় আর কোন রোগী না থাকায় এ ঘোষণা দেওয়া হয়। এই উপজেলায় করোনা আক্রান্ত হয়ে শুধু মাত্র এক জনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার বলেন, এ মুহূর্তে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত একটিভ কোন কেস নেই। তাই এ উপজেলাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই, তাই করোনা মুক্ত। তবে ভবিষ্যতে করোনা আক্রান্ত হতেও পারে। তবে করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল ধরনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।