জার্মানিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে অনারারি কনসাল হাসনাত মিয়ার সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৩:৩২ পিএম আপডেট: ১০.১০.২০২০ ৩:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
জার্মানিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এর সাথে বার্লিনের দূতাবাসে সৌজন্যে সাক্ষাত করেছেন দেশটির নর্দরাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অনারারি কনসাল হাসনাত মিয়া।
শুক্রবার সকালে এই সাক্ষাতে বর্তমানে কোভিড পরিস্থিতিতে প্রবাসীদের অবস্থা, বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়নের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
এই সময় নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, জার্মানিসহ পুরো ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল, বাণিজ্যে সম্পর্ক উন্নয়ন, নতুন নতুন সম্ভাবনার বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করাটাই তাঁর প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, করোনার এই মহামারিতে যেকোন ধরণের সহযোগীতা দিতে দূতাবাস বদ্ধপরিকর। কোন গোষ্ঠী বা দলের রাষ্ট্রদূত তিনি নন যোগ করে প্রবাসীদের জানান, তিনি সর্বস্তরের সকল প্রবাসীদের। যেকোন ধরণের সংকট নিরসনে তাই সকলের সহযোগিতাও কামনা করেন বাংলাদেশে দীর্ঘদিন এনবিআর এর দায়িত্বে থাকা এই রাষ্ট্রদূত।
ভোরের পাতা/এএম