প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৩:১০ পিএম | অনলাইন সংস্করণ
নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা নির্যাতন ও পর্ণ্যগ্রাফী মামলা দু’টি অধিকতর তদন্তের জন্য পুলিশ হেড কোয়ার্টার থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে হস্তান্তর হওয়ার পর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত দল।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে মামলা হস্তান্তরের পর মামলায় গ্রেফতারকৃত আসামী তিন বাদল, কালাম ও সাজুকে নিয়ে শনিবার সকালে একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নির্যাতিতার বাড়ী পরিদর্শন করে পিবিআই তদন্ত প্রতিনিধি দল। ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে নির্যাতিতার বাড়ীতে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, একলাশপুরের গৃহবধূকে নির্যাতন ও ভিডিও ধারনের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। যার মধ্যে নির্যাতনের মামলাটি পিবিআই এর ইন্সেপেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী ও পণ্যগ্রাফী মামলাটি ইন্সেপেক্টর মোস্তাফিজুর রহমানকে তদেন্তর দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় তদন্তকারী কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম ও মামলা দুটির সাবেক তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ এবং বেগমগঞ্জ থানা পুলিশ।
প্রসঙ্গত, গত ২সেপ্টেম্বর রাতে ওইনারীর আগের স্বামী তার সাথে দেখা করতে তার বাবার বাড়ী একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পর পুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারন করে। ৪অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশ ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ঘটনায় এ পর্যন্ত ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৪জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।