প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ২:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সন্ধ্যা ছয়টার পরে ছাত্রছাত্রীসহ সকল জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের কোন নোটিশ ছাড়াই প্রায় এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের গেটে নিরাপত্তা কর্মীরা জানান, প্রক্টর অফিস থেকে আমাদেরকে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে সবাইকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় থেকে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা কর্মী ছাড়া অন্য কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয় সন্ধ্যা ৬-৬:৩০টার পর বন্ধ থাকবে। তবে সারা দিন লাইব্রেরীসহ ক্যাম্পাস খোলা থাকবে।
প্রবেশ নিষেধে কোন নোটিশ দেওয়া হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, নোটিশ দিবে রেজিস্ট্রার দপ্তর। তবে এখনো দিয়েছে কিনা খোঁজ নিব।
এদিকে নোটিশ ছাড়া হঠাৎ করে ক্যাম্পাসে প্রবেশাধিকার বন্ধ করায় প্রতিদিন সন্ধ্যার পর দূর থেকে আসা শিক্ষার্থীদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে। অনেককে প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে ক্ষোভ প্রকাশ করতেও এসময় দেখা যায়।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, করোনার ভিতর ঘরে বসে থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে পড়ি। সন্ধ্যার পর সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ক্যাম্পাসে বন্ধুরা গল্প-গুজব করতাম। নোটিশ ছাড়াই হঠাৎ করে প্রবেশ নিষিদ্ধ করায় আমরা ক্ষোভ প্রকাশ করছি।
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, করোনার প্রকোপ কম হওয়ায় অনেক শিক্ষার্থী ঢাকায় ফিরে আসছে। সন্ধ্যার পর তারা বন্ধুদের সাথে দেখা-সাক্ষাৎ করতে আসে। আমার জানা মতে বন্ধ ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞার সরকারি নির্দেশ শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কলেজ গুলোতে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে কিনা আমার জানা নেই।